Sustain Humanity


Monday, October 17, 2016

রোহিত ভেমুলাকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের গান ঃSaradendu Biswas

রোহিত ভেমুলাকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের গান ঃSaradendu Biswas
https://www.facebook.com/uddipan.biswas.5/videos/935624019857744/?comment_id=1123706987716112
শম্বূক তুমি বলেছিলে
সূর্যটা কারো বাপের বাধ্য নয়
আলো দিতে তার বাঁধা নেই কোন প্রতি ঘরে
একই সোনা রোদ ছড়াল ভূবনময়।
শম্বূক তুমি বলেছিলে...
হাওয়া শনশন বয়ে যায় অনিবার
ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ নেই কোন
সকলের তরে একই সে অঙ্গীকার।।
শম্বূক তুমি বলেছিলে
মানুষে মানুষে ভেদাভেদ কিছু নাই
একই সে মানুষ জ্ঞানের সারনা ধরে
সত্যের পথে মিলেছে সর্বদাই।।
শম্বূক তুমি বলেছিলে
রামের খড়্গ কাটে যদি তব শির
হাজার হাজার শম্বূক জেগে রবে
মিছিলে মিছিলে তারাই জমাবে ভীড়।।
*****************************************
জ্ঞানের উষ্ণ অনুরাগে হাজার শম্বূক জাগে
রোহিতের বলিদান
হবে না সে কভু ম্লান
সাম্যের সুশাসন মাগে ।।
-2:25

No comments:

Post a Comment